রাশিয়ায় কাজাখস্তান সীমান্তের কাছে ওরেনবার্গ অঞ্চলে নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর ফলে অন্তত ১০ হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। এরইমধ্যে ৬ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।
৮ এপ্রিল (সোমবার) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গেল ৫ এপ্রিল (শুক্রবার) বরফগলা পানির কারণে অল্প সময়ের মধ্যেই উরাল নদীর বাঁধ ভেঙে বন্যা দেখা দেয়। নিজেদের সীমান্তের কাছে ভয়াবহ বন্যার কারণে কয়েক হাজার মানুষকে সরিয়ে নিয়েছে কাজাখস্তান কর্তৃপক্ষ।
ওরেনবার্গের উরাল নদীর পানির স্তর আগামী তিন দিনে বিপৎসীমায় প্রবাহিত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া সংস্থা।
আবহাওয়া সংস্থা আরও বলেছে, মঙ্গলবার বন্যা চরম সীমায় পৌঁছাতে পারে। তবে পরিস্থিতি ২০ এপ্রিলের পর নিয়ন্ত্রণে আসতে পারে।
রুশ কর্তৃপক্ষ বলছে, বন্যায় এখন পর্যন্ত অন্তত ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাকবলিত অঞ্চল থেকে ৬ হাজার ১০০ জনেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এ ছাড়াও অঞ্চলটির ৪০টি স্কুলের মধ্যে অন্তত ১৫টি স্কুল পানিতে তলিয়ে গেছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, তিন শিশুসহ অন্তত ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।