৫০ হাজারের বেশি রুশ সেনা নিহত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বিবিসির প্রতিবেদন
নতুনধারা
  ১৭ এপ্রিল ২০২৪, ১৩:০৬

ইউক্রেনে দুই বছর ধরে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসনের পরে প্রায় ৫০ হাজারেরও বেশি রুশ সামরিক কর্মীদের মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছে বিবিসি। এই ঘটনা প্রথম নথিভুক্ত করে একটি স্বাধীন রুশ সংবাদমাধ্যম। এরপর আরও প্রায় কয়েক হাজার লোকের মৃত্যুর কথাও বলে তারা।
স্বাধীন সুত্রগুলোর মাধ্যমে নথিবদ্ধ করা বিবিসির দেয়া মৃত্যুর সংখ্যার ভিত্তিতে যুদ্ধে রাশিয়ার হতাহতের সংখ্যা পেয়েছে মিডিয়াজোনা নামের সংবাদমাধ্যমটি। তারা তাদের সর্বসাম্প্রতিক হালনাগাদ প্রতিবেদনে বলেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ৫০,৪৭১ জন সদস্য মারা গেছে।
মেডিয়াজোনা আরও জানিয়েছে, রাশিয়ার সামরিক বাহিনীর নিহত সদস্যদের প্রকৃত সংখ্যা উত্তরাধিকার মামলার রেজিস্টার অনুসারে গণনা করে এখন পর্যন্ত প্রায় ৮৫,০০০ জন পাওয়া গেছে।
মেডিয়াজোনা লিখেছে , “সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর ৩,৩০০ কর্মকর্তার নাম জানি আমরা। তাদের মধ্যে ৩৯০ জন লেফটেন্যান্ট কর্নেল এবং তার উপরে পদমর্যাদার অধিকারী।”
তাদের পরিসংখ্যান অনুসারে, অনেক ট্যাঙ্ক, সাঁজোয়া কর্মী বাহক এবং আর্টিলারি ইউনিটও সাম্প্রতিক সপ্তাহগুলিতে রাশিয়া হারিয়েছে। হালনাগাদ পরিসংখ্যানে এর থেকে হতাহতের সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি। প্রায় প্রতি সপ্তাহে রাশিয়ার ১২০০ জন সৈন্য প্রাণ হারাচ্ছে। বেশিরভাগ হতাহতের ঘটনা রাশিয়ার ক্রাসনোদার এবং বাশকোরতোস্তান অঞ্চলে হচ্ছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অনুমান, যুদ্ধে রুশ সামরিক বাহিনীর হতাহত হয়েছে প্রায় ৪,৫১,৭৩০ জন। যদিও যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থার তথ্যমতে, রাশিয়ার হতাহতের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়েছে।
এদিকে কিয়েভ বলছে, রাশিয়ার ১ লাখ ৮০ হাজারের বেশি সৈন্য নিহত হয়েছে। আর যুদ্ধের পর থেকে ৩১ হাজার সৈন্য হারিয়েছে ইউক্রেন।