লন্ডনের হেনল্টে তলোয়ার নিয়ে হামলা চালিয়ে সাধারণ মানুষ এবং দুই পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনকে আহত করেছেন এক ব্যাক্তি। হামলায় আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে।
বাকিরা এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তার আঘাত গুরুতর।
মঙ্গলবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টায় এই ঘটনা ঘটে। লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন, হামলার ঘটনায় মর্মাহত হয়েছেন তিনি, এ ব্যাপারে পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ রাখছেন। খবর বিবিসি
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায়, হামলাকারী একটি তলোয়ার হাতে একটি বাড়ির এক কোণায় দাঁড়িয়ে আছেন। আর তাকে ঘিরে ধরার চেষ্টা করছেন পুলিশ কর্মকর্তারা।
তলোয়ার হামলার সঙ্গে জড়িত ৩৬ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হামলাকে জঙ্গি হামলা হিসেবে দেখছেন না তারা। হামলাকারী ব্যক্তির কোনো মানসিক সমস্যা ছিল কিনা সে বিষয়টি এখন যাচাই করা হবে।