কী আছে হামাস-ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে প্রস্তাবে

ডেস্ক রিপোর্ট
  ০৭ মে ২০২৪, ১৫:৪২
আপডেট  : ০৭ মে ২০২৪, ১৫:৪৯

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। প্রস্তাব মেনে নেওয়ার বিষয়টি মিসর এবং কাতারের মধ্যস্থতাকারীদের জানিয়েছেন সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়া। সোমবার হামাস গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। হামাস সোমবার বলেছে তারা যুদ্ধবিরতি এবং জিম্মি-বন্দি বিনিময়ের জন্য তিন-পর্যায়ের চুক্তিতে সম্মত হয়েছে।
যদিও একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, চুক্তিটি ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয় কারণ শর্তগুলো হামাসের জন্য ‘শিথিল’ করা হয়েছে। ইসরায়েলের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, যুদ্ধবিরতির বিষয়ে হামাসের বিবৃতির বিষয়ে তারা আপাতত মন্তব্য করবে না। তারা বিষয়টি খাতিয়ে দেখছে। ইসরায়েল এই যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়নি।
দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস যে প্রস্তাবে সম্মতি দিয়েছে তাতে ইসরায়েলের দাবিগুলো পূরণ হয়নি। তবে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য কায়রোয় মধ্যস্থতাকারীদের একটি দল পাঠানো হবে। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা রাফায় অভিযান চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। হামাস কর্মকর্তারা এ পর্যন্ত চুক্তির যে বিশদ বিবরণ দিয়েছেন সেখানে নিম্নলিখিত শর্ত অন্তর্ভুক্ত থাকবে-

প্রথম ধাপ
► ৪২ দিনের যুদ্ধবিরতি।
► প্রথম ধাপে ৪০ দিনের মধ্যে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। এই দফায় যারা মুক্তি পাবেন তাদের মধ্যে থাকবেন- নারী, শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিরা। বিনিময়ে জেল থেকে কয়েক’শ ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে ইসরায়েল।
► গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে এবং ফিলিস্তিনিদের দক্ষিণ থেকে উত্তর গাজার অবাধ চলাচলের অনুমতি দেবে।

দ্বীতিয় ধাপ
► আরো ৪২ দিনের যুদ্ধবিরতি যেখানে গাজায় একটি টেকসই যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা হবে। একজন কর্মকর্তা আলোচনার বিষয়ে জানিয়েছিলেন, হামাস এবং ইসরায়েল একটি ‘স্থায়ী যুদ্ধবিরতি’ নিয়ে আলোচনা করবে।
► গাজা থেকে বেশিরভাগ ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার।
► হামাস ইসরায়েলি কিছু সেনাকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনিদের তাদের জেল থেকে মুক্তি দিবে।
তৃতীয় ধাপ
► কাতার, মিসর এবং জাতিসংঘের তত্ত্বাবধানে থাকা পরিকল্পনা অনুযায়ী আদান-প্রদানের সমাপ্তি এবং গাজার অবকাঠামো পুনর্গঠনের কাজ শুরু।
► অবরুদ্ধ গাজা উপত্যকার সম্পূর্ণ মুক্তি।
সূত্র : রয়টার্স