যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি ট্রাসের সঙ্গে সহযোগিতা শুরুর জন্য উন্মুখ হয়ে আছেন। জেলেনস্কি গত সোমবার তার নিয়মিত ভাষণে বলেন, আমি বিশ্বাস করি, আমরা এক সঙ্গে আমাদের জনগণ রক্ষার পাশাপাশি রাশিয়ার সব ধ্বংসাত্মক তৎপরতা রুখে দিতে পারব। খবর বিবিসি।
যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অন্যতম বড় সমর্থক। যুদ্ধ শুরুর পর তিনি তিনবার ইউক্রেন সফর করেছেন। জেলেনস্কি গত মাসে জনসনকে ‘অর্ডার অব লিবার্টি’ সম্মানে ভূষিত করেন।