যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লিজ ট্রাস। দায়িত্ব নেওয়ার পর নতুন মন্ত্রিসভা গঠন করেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে- মঙ্গলবার একগুচ্ছ নতুন নাম ঘোষণা করেছেন লিজ ট্রাস। প্রীতি প্যাটেল পদত্যাগ করায় স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব সামলাবেন সুয়েলা ব্রেভারম্যান। আর নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জেমস ক্লেভারলি।
মঙ্গলবার রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ট্রাস। উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্যে দিয়ে তাকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে স্বাগত জানান প্রশাসনিক কর্মকর্তারা। এরপরই তিনি ঘোষণা দেন চ্যান্সেলর হিসেবে নিয়োগ পাচ্ছেন কাওয়াসি কোয়ারটেং। একইসঙ্গে তিনি পালন করবেন অর্থমন্ত্রীর দায়িত্বও। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের হাতে রেখেছেন লিজ ট্রাস।