ভালবাসার নিঃশর্ত সেবা

স্ত্রীর যত্নে ১০ বছর পর কোমা থেকে জেগে উঠলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক
  ১৪ মে ২০২৪, ১১:৫৫

চীনে এক স্ত্রীর নিঃশর্ত সেবাযত্নে দীর্ঘ ১০ বছর পর কোমা থেকে জেগে উঠেছেন তার স্বামী। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা ছড়িয়ে পড়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের বাসিন্দা সান হংশিয়া ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে অর্ধচেতন হয়ে যাওয়া স্বামীকে ছাড়তে রাজি হননি। বছরের পর বছর ধরে সানের কোমল, স্নেহময় যত্ন তার স্বামীকে সুস্থ হতে সহায়তা করেছে।
একটি ভিডিওতে দেখা গেছে, সান তার স্বামীর পাশে বসে আছেন। তার স্বামী বিছানার ওপর জাগ্রত অবস্থায় বসে আছেন। গত কয়েক বছরের কথা বলতে গিয়ে সান কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, যদিও আমি খুব ক্লান্ত তবুও আমি মনে করি পরিবারের আবার পুনর্মিলন হওয়ায় সবকিছু স্বার্থক।
সানের সে ধাক্কার ও কষ্টের কথা মনে আছে যখন তার স্বামী হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছিলেন। যা তাকে কোমায় পৌঁছে দিয়েছিল।
তিনি কাঁদতে কাঁদতে জানান, তার দুই সন্তানের কথা ভেবে তিনি হতাশ না হয়ে বরং শক্তিশালী হতে অনুপ্রাণীত হয়েছিলেন।
সান বলেন, ‘আমি তাদের জন্য একটা ভালো উদাহরণ তৈরি করতে চেয়েছিলাম।’
সান জানিয়েছেন,অবচেতন অবস্থায় তার স্বামীর যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য তিনি তার সময় ও শক্তি ব্যয় করেছিলেন।
দীর্ঘদিন কোমায় থাকায় তার স্বামীর নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। তাকে শ্বাস নিতে সাহায্য করার জন্য তার একটি ট্র্যাকিওটমির দরকার ছিল। এর সঙ্গেই প্রয়োজন ছিল একটি মূত্রনালির ক্যাথেটার। তাকে বাঁচিয়ে রাখতে কঠোর পরিশ্রম ও ধৈর্যের প্রয়োজন ছিল। কিন্তু সান একটুও বিচলিত হননি। তার চেষ্টায় কোনো কমতি রাখেননি। নিজেকে উৎসর্গ করে দিয়েছেন তার স্বামীর সেবায়।
সান বলেন, ‘তার চোখ খুলছিল। অল্প অল্প করে।’
সানের ৮৪ বছরের শ্বশুর তার ত্যাগের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘সে আমার পুত্রবধূ, কিন্তু সে মেয়ের চেয়েও উত্তম। তার সঙ্গে কারও তুলনা চলে না।’