ইরানে ২৫০ ‘শয়তান পূজারি’ গ্রেপ্তার

আন্তর্জাাতিক ডেস্ক
  ১৮ মে ২০২৪, ১২:০৫

শয়তানবাদী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিন ইউরোপীয়সহ ২৫০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (১৭ মে) এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।
প্রতিবেদনে বলা হয়, অভিযানে ১৪৬ জন পুরুষ এবং ১১৫ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আপত্তিকর অবস্থায় ধরা পড়ে। এ ছাড়া তাদের কাপড়, মুখমণ্ডল এবং চুলে শয়তানবাদের প্রতীক ও চিহ্ন পেয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে তিন ইউরোপীয়কে তেহরানের পশ্চিমাঞ্চলের শহর শাহরিয়ার থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তবে তারা কী ধরনের অপরাধ করেছেন, তা স্পষ্ট করা হয়নি।
ইরানে প্রায়ই শয়তানবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। বিশেষ করে পার্টি, কনসার্ট এবং মদ্যপানের স্থানে প্রায়ই হানা দেয় পুলিশ, যার বেশির ভাগই ইরানে নিষিদ্ধ। এমনকি রক এবং হেভি মেটাল গানের কনসার্টকেও তারা শয়তান পূজারিদের জমায়েত হিসেবে অভিহিত করে।