মার্কিন কংগ্রেসে আমন্ত্রিত হচ্ছেন নেতানিয়াহু 

আন্তর্জাতিক ডেস্ক
  ২২ মে ২০২৪, ১১:৪২

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধ সত্ত্বেও মার্কিন কংগ্রেসে আমন্ত্রিত হতে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রসিকিউটর কারিম খান গাজায় ‘গণহত্যা’ চালানোর অভিযোগে আইসিসিতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। এরমধ্যেই নেতানিয়াহুকে মার্কিন কংগ্রেসে আমন্ত্রণ জানানোয় বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এতে আরেকবার ইসরাইলকে পূর্ণ সমর্থনের দৃশ্যপট আঁকলো মার্কিন প্রশাসন। 
মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের রিপাবলিকান স্পিকার মাইক জনসন বলেছেন এখনও আমন্ত্রন পত্র পাঠানো হয়নি। ডেমোক্র্যাটিক নেতা চাক শুমারের যৌথ অধিবেশনে আমন্ত্রণপত্রে স্বাক্ষরের অপেক্ষায় রয়েছেন জনসন। তবে শুমার যদি স্বাক্ষর নাও করেন নেতানিয়াহুকে মার্কিন কংগ্রেসে আমন্ত্রণ জানানো থেমে থাকবে না। এমনটিই বলেছেন কংগ্রেস নেতা জনসন। 
উল্লেখ্য, বিদেশী নেতাদের কংগ্রেসে যৌথ সভায় ভাষণ দেয়া একটি বিরল সম্মাননা। যা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর নেতাদের জন্যই সংরক্ষিত। নেতানিয়াহু এর আগে ২০১৫ সালে মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছিলেন।