টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি

মন্ত্রিসভায় ৭২ মন্ত্রী, নতুন মুখ ৯
আন্তর্জাতিক ডেস্ক
  ০৯ জুন ২০২৪, ২৩:২৪

টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। রবিবার (৯ জুন) রাতে রাষ্ট্রপতি ভবনে তিনি শপথ নেন। ভারতীয় ইতিহাসে দ্বিতীয় নেতা হিসেবে মোদি টানা তৃতীয় মেয়াদে শপথ নিলেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
এর আগে জওহরলাল নেহেরু ছিলেন একমাত্র প্রধানমন্ত্রী যিনি টানা তিনটি নির্বাচনে জয়ী হয়েছিলেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মোদিসহ অন্য মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মৌরিতাস, মালদ্বীপ ও সিসিলিসের নেতারা উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি। ছবি: টিভি ফটো/ফোকাস বাংলা
শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি। ছবি: টিভি ফটো/ফোকাস বাংলা
প্রধানমন্ত্রীর পাশাপাশি নতুন সরকারের একাধিক মন্ত্রীও শপথ নিচ্ছেন। এবার ৭২ সদস্যের মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন মোদি। এই প্রতিবেদন পর্যন্ত শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন অমিত শাহ, এস জয়শঙ্কর, মনোহরলাল খট্টর,  নির্মলা সীতারামন, শিবরাজ সিংহ চৌহান, রাজনাথ সিং, নীতিন গড়করি, জেপি নাড্ডা, জেডিএস নেতা এইচডি কুমারস্বামী, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, জিতনরাম মাঝিঁ, রাজীবরঞ্জন সিংহ, সর্বানন্দ সোনোয়াল, বীরেন্দ্র কুমার, রামমোহন নাইডু, প্রহ্লাদ জোশী, জুয়েল ওরাওঁ, গিরিরাজ সিংহ, অশ্বিনী বৈষ্ণব, জ্যোতিরাদিত্য শিন্ডে, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিংহ শেখাওয়াত, অন্নপূর্ণা দেবী, কিরেন রিজিজু।
শপথ অনুষ্ঠানকে ঘিরে রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লি পুলিশের সোয়াত এবং এনএসজির কমান্ডোদের অনুষ্ঠানস্থল ও কৌশলগত অবস্থানের চারপাশে মোতায়েন করা হয়েছে।
পুলিশ রাজধানীকে একটি ‘নো-ফ্লাই’ জোন ঘোষণা করেছে। এছাড়া আগামী কয়েক দিন ড্রোন, প্যারা গ্লাইডার, রিমোটচালিত উড়োজাহাজ এবং গ্যাসভর্তি বেলুন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
লোকসভা নির্বাচনে মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দলীয়ভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে জোটগতভাবে তারা সরকার গঠন করছে। ফলে গত এক দশকের তুলনায় এবারের মোদির শাসনে ভিন্নতা থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্ত্রিসভায় ৭২ মন্ত্রী, নতুন মুখ ৯
ভারতের নতুন জোট সরকারের ৭২ জন মন্ত্রীসহ শপথ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন মন্ত্রিসভায় ৩০ জন মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বে এবং ৩৬ জন প্রতিমন্ত্রী রয়েছেন। কে কোন মন্ত্রণালয় পেয়েছেন তা পরে ঘোষণা করা হবে। রবিবার (৯ জুন) তারা শপথ নেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছেন।
৭৩ বছর বয়সী মোদি তৃতীয়বার জোট সরকারের নেতৃত্বে থাকবেন। ২০১৪ সালে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ)-এর দশ বছরের শাসনের পর প্রথমবার নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছিলেন তিনি।
শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রপতি ভবনের বারান্দায় আয়োজিত হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রথমে মোদি, পরে রাজনাথ সিং ও অমিত শাহকে শপথবাক্য পাঠ করান। চতুর্থ নেতা হিসেবে শপথ নেন নিতিন গড়করি। এরপর একে একে শপথ নিয়েছেন জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমন, এস. জয়শঙ্কর ও মনোহর লাল খাত্তার।
জোট শরিকদের মধ্যে প্রথমে শপথ জনতা দলের (সেক্যুলার) এইচডি কুমারস্বামী। পরে জনতা দল (ইউনাইটেড) নেতা লালন সিং।
উত্তরপূর্ব ভারতের প্রথম নেতা হিসেবে এবার শপথ নিয়েছেন সর্বানন্দ সানোয়াল। পরে শপথ নেন কিরেন রিজিজু।
মোদির মন্ত্রিসভায় আট বারের এমপি ও বিজেপির তফশিলি জাতিগোষ্ঠীর নেতা বিরেন্দ্র কুমার স্থান পেয়েছেন। মধ্যপ্রদেশের একটি সংরক্ষিত আসনে জয় পেয়েছেন তিনি।
শপথ পাঠের সময় নেতাদের সমর্থকরা হাততালি ও উল্লাস প্রকাশ করেন। 
জ্যোতিরাদিত্য শিন্ডে মোদির তৃতীয় সভায় স্থান পেয়ে বিজেপিতে নিজের গুরুত্ব নিশ্চিত করেছেন। চার বছর আগে তিনি কংগ্রেস ছেড়ে দলটিতে যোগ দিয়েছিলেন।
ভারতকে দুবার তেল সংকট থেকে উত্তরণে ভূমিকা রাখা সাবেক কূটনীতিক হরদীপ সিং পুরি রয়েছেন নতুন মন্ত্রিসভায়।
লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) প্রধান চিরাগ পাওয়ানও আজ শপথ নিয়েছেন।