মক্কায় সেই আলোচিত শিশু হজযাত্রীর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  ১৩ জুন ২০২৪, ১১:২৯
আপডেট  : ১৩ জুন ২০২৪, ১১:৩৮
পবিত্র কাবাতে ইহরাম পরে দাঁড়িয়ে আছে ইয়াহিয়া মোহাম্মদ রমজান। ফাইল ছবি

সামাজিকমাধ্যমে ব্যাপক পরিচিত মিসরের ছোট্ট হাজি ইয়াহিয়া মোহাম্মদ রমজানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইয়াহিয়ার এবার বাবা মায়ের সঙ্গে পবিত্র হজ পালন করার কথা ছিল। মধ্যপ্রাচ্যভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
সৌদিতে এবার যেসব হজযাত্রীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে ইয়াহিয়া মোহাম্মদ রমদান সবচেয়ে কম বয়সী। ইয়াহিয়া মিসরের কাফর আল শেখ প্রদেশের বাসিন্দা। তবে কাজের সুবাদে তার বাবা সৌদিতে থাকতেন। বাবার কর্মসূত্রে ইয়াহিয়া তার পরিবারের সঙ্গে সৌদি আরব থাকত। সে যখন তার ভাইবোনদের সঙ্গে তাদের ফ্ল্যাটের ছাদে খেলছিল, তখন হঠাৎ ছাদ থেকে পড়ে যায় সে এবং পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকদিন আগে ইয়াহিয়ার একটি ছবি প্রকাশ করেন তার মা। এতে দেখা যায়, সে পবিত্র কাবাতে ইহরাম পরে দাঁড়িয়ে আছে। ছবি তোলার সময় সে অন্যদিকে তাকিয়ে হাসছিল। তার এমন নির্মল হাসি মন কেড়েছিল হাজার হাজার মানুষের। এই ছবিটি পরবর্তীতে ভাইরাল হয়। গালফ নিউজ জানিয়েছে, মক্কায় মৃত্যু হওয়া ইয়াহিয়াকে জানাজা শেষে মক্কাতেই সমাহিত করা হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, অতিরিক্ত গরমে হিটস্ট্রোক হয়ে ইয়াহিয়ার মৃত্যু হয়েছে।