আত্মহত্যার চেষ্টা করছে গাজায় আটক ইসরায়েলি বন্দীরা

ডেস্ক রিপোর্ট
  ০৪ জুলাই ২০২৪, ১৩:২২
প্রতীকি ফাইল ছবি

গাজায় আটক কিছু ইসরায়েলি বন্দী আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা।
টেলিগ্রামে এক পোস্টে তিনি এই তথ্য জানান।
আবু হামজা বলেছেন, বেশ কিছু ইসরায়েলি বন্দী আত্মহত্যার চেষ্টা করেছে। তাদের প্রতি ইসরায়েলি সরকারের অবহেলার কারণে তারা এই আত্মঘাতী পথ বেছে নিচ্ছে।
তিনি আরও বলেন, ব্রিগেডের ইউনিটগুলো থেকে তারা যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে। অথচ বন্দী হওয়ার আগে তারা দেখেছিল, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের কীভাবে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত রেখেছিল। ফলে তাদের বাহিনীর ওসব দৃশ্যও এখন তাদের পীড়া দিচ্ছে।
গত মাসে ইসরায়েলি বাহিনী চার ইসরায়েলি বন্দীকে মুক্ত করার জন্য নুসেইরাত শরণার্থী শিবিরে ২৭০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে। এছাড়া প্রায় ৭০০ জনকে করে আহত।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত ৭ অক্টোবর তেল আবিব ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত গাজায় কমপক্ষে ৩৭ হাজার ৯৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আরও ৮৭ হাজার ২৬৬ জন আহত হয়েছে। সূত্র: রয়টার্স, আল-জাজিরা