চার বঙ্গকন্যার জয়ে আনন্দে ভাসছে যুক্তরাজ্যের বাংলা টাউন

ডেস্ক রিপোর্ট
  ০৬ জুলাই ২০২৪, ১২:৪৬

৪ জুলাই বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয়ে গেল ব্রিটেনের হাউজ অব পার্লামেন্টের সাধারণ নির্বাচন। কিছু  বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে শেষ হলো এই ভোট উৎসব । ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে চার বাঙালি কন্যার বারবার বিজয়ে  ব্রিটিশ  বাঙালিরা  গর্বিত । এখানে প্রায় ১০ লাখ বাঙালি রয়েছেন । তারা  এই জয়ের জন্য আনন্দ করছেন । এই ব্রিটিশ বাংলাদেশী আবারো বিজয়ী হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন । সে সঙ্গে আনন্দে ভাসছে যুক্তরাজ্যের বাংলা টাউনও।
রুশনারা  আলী তিনি পঞ্চম বারের মত এবার বিজয়ী হলেন, লেবার পার্টি থেকে ১৫,৮৯৬ ভোট পেয়ে তিনি এমপি নির্বাচিত হয়েছেন।  বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী  টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে জয়লাভ করেছেন  । উল্লেখ্য যুক্তরাজ্যের  পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হলেন রুশনারা আলী। 
লেবার পার্টি থেকে বঙ্গবন্ধুর নাতনি হ্যাম্পস্টেড এবং হাইগেট আসন থেকে টিউলিপ সিদ্দিক চতুর্থবারের মতো বিজয়ী  হন  তার নিকটতম প্রার্থী থেকে বিশাল ব্যবধানে । তিনি মোট ভোট পেয়েছেন  ২৩৪৩২ টি । 
ড. রুপা হক চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন । লন্ডনের ইলিং সেন্ট্রাল এবং অ্যাক্টন আসন থেকে লেবার পার্টির মনোনয়ন নিয়ে  ২২৩৪০ ভোট পেয়ে বিজয়ী হন তিনি । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জেমস উইন্ডসর-ক্লাইভ পেয়েছেন ৮৩৪৫ টি ভোট । 
লেবার পার্টি থেকে  আফসানা বেগম  পপুলার ও লাইমহাউজ আসন থেকে বিপুল ভোট পেয়ে তিনি দ্বিতীয় মেয়াদে বিজয়ী হয়েছেন । তিনি  মোট ভোট পেয়েছেন ১৮৫৩৫ টি । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নাথালি সিলভিয়া বিনফাইট পেয়েছেন ৫৯৭৫ভোট। 
রুশনারা আলী ও  টিউলিপ সিদ্দিক এবং রুপা হক পূর্বে  ছায়া মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন । এ কারণে তাদের অভিজ্ঞতার কমতি নেই ।  এবার লেবার সরকার গঠন হবে  তাই তাদের ক্যাবিনেটে
মন্ত্রী হওয়ার জন্য ডাক পড়তে পারে । তখন এই দেশে ব্রিটিশ বাঙালিরা আরেকটি নতুন ইতিহাস সৃষ্টি করবে সেই স্বপ্ন এখানকার বাঙালিরা এখন দেখতে শুরু করেছেন ।