ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের পৃথক বন্দুক যুদ্ধের ঘটনায় ২ সেনা ও চার বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।
কাশ্মীরের কুলগাম জেলার এসব ঘটনাস্থলে আরও চার বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
এই জেলার পৃথক দুই এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে আছেন, গোয়েন্দা সূত্রে এমন সুনির্দিষ্ট খবর পেয়ে অভিযানে নামে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অভিযান শুরুর পরপরই দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
মডারগাম গ্রামে সিআরপিএফ, সেনাবাহিনী ও স্থানীয় পুলিশের যৌথ বাহিনী একটি বাড়িকে ঘিরে অভিযান শুরু করলে বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ শুরু করে। এ সময় এক সেনা গুলিবিদ্ধ হয়, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই বাড়িটিতে দুই বিচ্ছিন্নতাবাদী আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। এখানে দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হচ্ছে।
আরেকটি বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে কুলগামের ফ্রিসাল এলাকায়। এখানেও বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গুলি বিনিময় হয়েছে। এখানে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন।
ড্রোন ফুটেজে এখানে চার বিচ্ছিন্নতাবাদীর মৃতদেহ দেখা গেছে বলে এনডিটিভি জানিয়েছে। কিন্তু বন্দুক যুদ্ধ অব্যাহত থাকায় মৃতদেহগুলোর কাছে যেতে পারেনি ভারতীয় বাহিনী। এখানে আরও দুইজন বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে থেকে বন্দুক লড়াই চালিয়ে যাচ্ছে বলে ধারণা নিরাপত্তা বাহিনীর।
গত কিছুদিন ধরে জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে। এর মধ্যে অঞ্চলটির বিভিন্ন জেলায় বেশ কয়েকটি বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। জুনেই ডোডা জেলার গানদোহতে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছিল।