ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য

শুক্রবার গণভোটের ফল প্রকাশ করতে পারেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৪

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার দ্বিকক্ষবিশিষ্ট উভয় সংসদে আগামী শুক্রবার ভাষণ দিবেন ওইদিন ভাষণে তিনি ইউক্রেনের দখল করা অঞ্চল ফেডারেশনের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিতে পারেন।  
প্রাত্যহিক গোয়েন্দা বুলেটিনে যুক্তরাজ্য মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।
ইউক্রেনের কাছ থেকে দখল করা চার অঞ্চল দোনেতস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়ায় গত শুক্রবার গণভোট শুরু হয়। ভোট শেষ হবে আজ। ৫০ শতাংশের বেশি ভোট পক্ষে পড়লে অঞ্চলগুলো রুশ ফেডারেশনে যুক্ত হবে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, শুক্রবার সংসদ অধিবেশনে ভাষণে পুতিন চার অঞ্চল যুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিবেন তার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
রাশিয়ার নেতারা নিশ্চিতভাবে প্রত্যাশা করছেন, অঞ্চলগুলো রুশ ফেডারেশনে যুক্ত হলে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হওয়া বিশেষ অভিযানের পক্ষে সমর্থন আদায় সহজ হবে। এর মাধ্যমে যুদ্ধে দেশপ্রেমিক নাগরিকদের সমর্থন মিলবে। সূত্র: গার্ডিয়ান