কলকাতার জলাশয়ে মিলল বাংলাদেশি যুবকের লাশ

আন্তর্জাতিক ডেস্ক
  ১১ জুলাই ২০২৪, ১২:৪৪

বুধবার (১০ জুলাই) কলকাতার সায়েন্স সিটির কাছে ইস্টার্ন মেট্রোপলিটন (ইএম) বাইপাসের ধারে প্রগতি ময়দান থানা এলাকার বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছে একটি জলাশয় থেকে দাউদ হোসেন উপল (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তবে তিনি ওই এলাকায় কীভাবে গেলেন এবং মারা গেলেন, তার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্র জানিয়েছে, নিহত যুবকের নাম দাউদ হোসেন উপল (২৩)। পাসপোর্টের তথ্য অনুযায়ী তার ঠিকানা ঢাকার মোহাম্মদপুরের মসজিদ গলি রোডের ১৫/৮/এ বাড়ি। তিনি কিছুদিন আগে কলকাতায় এসেছিলেন। উঠেছিলেন নিউমার্কেট থানা এলাকার একটি হোটেলে। সেখান থেকে কী উদ্দেশ্যে সায়েন্স সিটির দিকে গেছেন, তা এখনও স্পষ্ট নয়। কেন বাংলাদেশ থেকে কলকাতায় এসেছেন ওই যুবক, তাও জানা যায়নি।
পুলিশ আরও জানিয়েছে, বুধবার সকাল ৯টার আগে আচমকা ওই জলাশয়ে ঝাঁপ দেন যুবক। স্থানীয়রা সেই দৃশ্য দেখতে পান এবং পুলিশকে জানান।
পরে স্থানীয়দের সাহায্যে পুলিশ জলাশয় থেকে যুবককে উদ্ধার করে এবং তাকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অন্য কোনো সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।
উপলের মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার কাছ থেকে পাওয়া নথি থেকেই পুলিশ জানতে পেরেছে পরিচয়।