বিক্ষোভকারীদের দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ

কেনিয়ায় পুলিশপ্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক  ডেস্ক
  ১৩ জুলাই ২০২৪, ০৬:৩৬

 

সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ৪০ জনের মৃত্যু ও তীব্র সমালোচনার পর কেনিয়ার পুলিশপ্রধান পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে। এর এক দিন আগেই প্রেসিডেন্ট উইলিয়াম রুটো তার মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে বরখাস্ত করেন।

প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, রুটো পুলিশের মহাপরিদর্শক জাফেট কুমের ‘পদত্যাগপত্র গ্রহণ করেছেন’।

তিনি ২০২২ সালের নভেম্বর থেকে এই পদে দায়িত্ব পালন করেছেন। ডেপুটি পুলিশপ্রধান ডগলাস কানজা অবিলম্বে বাহিনী পরিচালনার দায়িত্ব নিয়েছেন।
দুই সপ্তাহ আগে পার্লামেন্টে বিতর্কিত অর্থ বিল পাস হওয়ার পরপরই বিক্ষোভকারীরা পার্লামেন্টে হামলা চালায়। পুলিশ রাস্তায় বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়ে পাল্টা জবাব দেয়।

তরুণ নেতৃত্বাধীন বিক্ষোভে কুমের পদত্যাগের আহ্বান জানানো হয়েছিল। বিক্ষোভের সময় পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ ওঠে। প্রেসিডেন্ট হিসেবে রুটো দায়িত্ব নেওয়ার দুই বছরের মধ্যে এ বিক্ষোভ তার জন্য সবচেয়ে বড় সংকট তৈরি করেছে। 
রুটো বিক্ষোভকারীদের শান্ত করার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করেছেন, যার মধ্যে রয়েছে অত্যন্ত অজনপ্রিয় কর বৃদ্ধির অর্থ বিল বাতিল করা।