ইউরোপের রাজধানীগুলোকে ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
  ১৫ জুলাই ২০২৪, ০৮:৩১



জার্মানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে ইউরোপীয় রাজধানীগুলোকে রুশ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

শনিবার এ হুঁশিয়ারি দেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, ‘ইউরোপ থেকে আসা ক্ষেপণাস্ত্র মোকাবেলা করার সামর্থ্য আমাদের আছে। কিন্তু ইউরোপের অনেক রাজধানী ভুক্তভোগী হবে। আর এ ধরনের সংঘর্ষ পুরো ইউরোপকে দুর্বল করে দিতে পারে।’ সাম্প্রতিক ন্যাটো সম্মেলনের সময় জার্মানিতে টমাহক ক্ষেপণাস্ত্রসহ দূরপাল্লার অস্ত্র স্থাপন করার কথা বলেছিল হোয়াইট হাউজ। এরই প্রতিক্রিয়ায় এমন হুঁশিয়ারি দিল রাশিয়া।রয়টার্স