থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে অন্তত ছয়জনের মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ জুলাই) থাই পুলিশের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নিহতরা সবাই ভিয়েতনামের নাগরিক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গোপনীয়তা রক্ষার শর্তে কথা বলা থাই পুলিশ কর্মকর্তা ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর খারিজ করে দিয়েছেন।
বিস্তারিত না জানিয়ে তিনি বলেছেন, গুলির কোনও চিহ্ন পাওয়া যায়নি।
ব্যাংককে ভিয়েতনামের দূতাবাসের তালিকাভুক্ত টেলিফোন নম্বরে যোগাযোগের চেষ্টায় কোনও সাড়া পায়নি রয়টার্স।
এই বিষয়ে পুলিশ ও চিকিৎসা সেবা কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া যায়নি।