গোলান মালভূমিতে হিজবুল্লাহ’ র রকেট হামলা

শিশুসহ নিহত ১১,নেতানিয়াহুর হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
  ২৮ জুলাই ২০২৪, ১২:০৯

ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলা হয়েছে। এতে শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৯ জন। ইসরায়েলি কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।  
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, লেবাননের শক্তিশালী সন্ত্রাসী হিজবুল্লাহ গোষ্ঠীর ছোড়া একটি রকেট গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় ফুটবল মাঠে আঘাত হানে। তবে এই হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ। 
এই হামলার পর হিজবুল্লাহর বিরুদ্ধে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে। 
গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ বলেছে, গাজায় আগ্রাসন বন্ধ না করলে ইসরায়েলের ওপর হামলা চলতে থাকবে। এরপর থেকে এই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। সবশেষ এই হামলার ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ল। 
গত ৭ অক্টোবরের পর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। জাতিসংঘ এক বিবৃতিতে উভয়পক্ষকে সর্বোচ্চ সংযম থাকার আহ্বান জানিয়েছে।