আল জাজিরার প্রতিবেদন

যুদ্ধে অনুপযুক্ত, ফেরত পাঠানো হলো হাজারো রুশ সেনাকে

আন্তর্জাতিক ডেস্ক
  ০৩ অক্টোবর ২০২২, ২১:১৮

ইউক্রেনে যুদ্ধের জন্য নেওয়া হাজারো রুশ সেনাকে ফেরত পাঠানো হয়েছে। কারণ, যুদ্ধের জন্য উপযুক্ত নন তারা।
দুই সপ্তাহ আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধের জন্য রিজার্ভ ফোর্স থেকে সৈন্য সমাবেশের ঘোষণা দেন। তার ঘোষণার পর রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু জানান, নতুন করে ৩ লাখ সেনা ইউক্রেনে নেওয়া হবে।
আল জাজিরার এক খবরে বলা হয়েছে, দায়িত্বপালনে অনুপযুক্ত হওয়ায় হাজারো রুশ সেনাকে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।
রাশিয়ার সদূর পূর্বের খাবরোভস্ক অঞ্চলের গভর্নর মিখাইল দেগতিয়ারেভ টেলিগ্রামে এক ভিডিও বার্তায়  বলেন, গত ১০ দিনে কয়েক হাজার মানুষকে তালিকাভুক্ত করা হয়, কিন্তু তাদের অনেকেই অযোগ্য বিবেচিত হয়েছেন। তালিকাভুক্তদের প্রায় অর্ধেক বাড়িতে ফেরত পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন,  সেনাবাহিনীতে প্রবেশের বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হননি তারা।
খাবরোভস্কের সামরিক কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সৈন্য সমাবেশে এর কোনো প্রভাব পড়বে না।
গত ২১ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সেনা সমাবেশের ঘোষণা দেন। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর রিজার্ভ ফোর্স থেকে সেনা নেওয়ার এটা প্রথম ঘটনা। ইউক্রেনে যুদ্ধের জন্য অন্তর্ভুক্তির ঘোষণার পর হাজারো রুশ নাগরিক বিদেশে পালিয়ে যায়।