ইসরায়েলের সাধারণ নির্বাচন

সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট জয়ী

আগামী সপ্তাহেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু
অনলাইন ডেস্ক
  ০৪ নভেম্বর ২০২২, ১১:২৪

ইসরায়েলের সাধারণ নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে দেশটির ১২০ সদস্যের পার্লামেন্টে (নেসেট) সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে নেতানিয়াহুর দল ও তার ডানপন্থী জোট। এ জয়ের ফলে আগামী সপ্তাহেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে।
গত মঙ্গলবার দেশটিতে সাধারণ নির্বাচনের পর বুথফেরত জরিপে এগিয়ে ছিল নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।  
ইসরায়েলে গত চার বছরের মধ্যে এ নিয়ে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হলো। এবারের নির্বাচনে ফলাফলে দেখা গেছে নেতানিয়াহু ও ডানপন্থী জোটগুলো নেসেটের ১২০ আসনের মধ্যে ৬৪ আসন পেয়েছে। এর মধ্যে লিকুদ পার্টি আসন পেয়েছে ৩২টি। অপরদিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়ার লাপিদের দল ইয়েস আতিদ ও তাদের জোট পেয়েছে ৫১টি আসন।
নির্বাচনে জয়ী হওয়ায় নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন ইয়ার লাপিদ। ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি অধীনস্তদের একটি নির্দেশনাও দিয়েছেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।
টানা ১২ বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকার পর গত বছর নির্বাচনে হেরে যান নেতানিয়াহু। গত বছরের জুনে নেসেটে (পার্লামেন্ট) নতুন জোট সরকার গঠন নিয়ে বিতর্কের পর ভোট হয়। নতুন জোট সরকারের পক্ষে পড়ে ৬০ ভোট। বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে পড়ে ৫৯ ভোট। পরে ইয়ার লাপিদের মধ্যপন্থী দল ইয়েস আতিদের সঙ্গে জোট করে সরকার গঠন করে ইয়েমিনা পার্টি। কিন্তু সম্প্রতি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের জোটে ফাটল দেখা দেয়। তাই এ নির্বাচনের আয়োজন করা হয়।