ইউক্রেনীয় খেরসন শহর থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে রাশিয়া। ইউক্রেনে যুদ্ধ শুরুর কয়েকদিনের মধ্যে শহরটি দখল নেয় রুশ বাহিনী। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ইউক্রেন যুদ্ধের জন্য নিযুক্ত কম্যান্ডার সের্গেই সুরোভিকিনের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দিয়েছেন। শোইগু বলেছেন, সেনা প্রত্যাহার শুরু।
এ ছাড়া জেনারেল সুরোভিকিন বলেছেন, খেরসন শহরে সেনাদের জন্য রসদ সরবরাহ করা আর সম্ভব নয়। এই পরিস্থিতিতে সবচেয়ে বুদ্ধিমান বিকল্প হবে নিপ্রো নদীর অপর পাড়ে (পূর্বাঞ্চল) প্রতিরক্ষা গড়ে তোলা।
সুরোভিকিন আরও বলেছেন, ‘আমি বুঝতে পারছি এই অনেক কঠিন সিদ্ধান্ত। কিন্তু একই সময়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সংরক্ষণ করতে হবে-আমাদের সেনাদের জীবন।’
এই সময় রুশ প্রতিরক্ষামন্ত্রী সুরোভিকিনের সঙ্গে একমত হন এবং বলেন, ‘আমি আপনার কথার সঙ্গে একমত।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৬০ দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।