পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহতের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পোল্যান্ডে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে ছোড়া নাও হতে পারে। আজ বুধবার পশ্চিমা মিত্র দেশের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকের পর তিনি এ কথা বলেন। পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা নিয়ে আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়েছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাইডেন বলেন, ‘প্রাথমিক তথ্য বলছে পোল্যান্ডের বিস্ফোরণটি রাশিয়া থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে নাও হতে পারে। এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে চাই না।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে সম্ভবত ছোড়া হয়নি। তবু বিষয়টি খতিয়ে দেখা হবে। যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশগুলো এ হামলা নিয়ে পূর্ণ তদন্ত করবে। তদন্তের ভিত্তিতে তারা ব্যবস্থা নেবে।’
রয়টার্স জানিয়েছে, গতকাল মঙ্গলবার ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে বিস্ফোরণে দুজন নিহত হন। ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি পোল্যান্ডের।
পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা সাংবাদিকদের বলেছেন, ‘ক্ষেপণাস্ত্র কে বা কারা ছুড়েছে এখনো পর্যন্ত তার সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। এই মুহূর্তে আমাদের কাছে কোনো চূড়ান্ত প্রমাণ নেই। সম্ভবত এটি রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ছিল। এ ব্যাপারে তদন্ত চলছে।’
রাশিয়া এ ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা অস্বীকার করেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে হামলা করার পর এবারই প্রথমবারের মতো ন্যাটোভুক্ত কোনো দেশে গিয়ে পড়ল রাশিয়ার ক্ষেপণাস্ত্র। ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইন্দোনেশিয়ার বালিতে জি-৭ জোট নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন বাইডেন।
পোল্যান্ডে হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইউরোপজুড়ে।কারণ, জোটটির আর্টিকেল-৫ অনুযায়ী জোটের কোনো একটি দেশের ওপর হামলা মানে পুরো জোটের ওপর হামলা।