গাজায় হেলিকপ্টার বিধ্বস্তে ইসরায়েলের দুই সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৯

অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ইসরায়েলি সেনা নিহত এবং  সাতজন আহত হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোর রাতে ইসরায়েলি বিমান বাহিনীর এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইসরায়েলি সেনাবাহিনী এটিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী নিহত দুই সেনা হলেন, সার্জেন্ট মেজর ড্যানিয়েল আলৌশ ও সার্জেন্ট মেজর টম ইশ-শালোম। উভয়েই ইসরায়েলের বিমানবাহিনীর অভিজাত ইউনিট ৬৬৯-এ কর্মরত ছিলেন।
ইসরায়েলের বিমানবাহিনীর প্রাথমিক তদন্ত অনুসারে, মঙ্গলবার রাতে ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারটি ১২৩তম স্কোয়াড্রন থেকে রাফাহ যায়। ওই এলাকায় লড়াইয়ে আহত এক সামরিক প্রকৌশলীকে উদ্ধারের দায়িত্বে ছিল তাদের। রাত সাড়ে ১২টার দিকে রাফাহতে তা সঠিকভাবে অবতরণে ব্যর্থ হয়।
তদন্তে বলা হয়েছে, হেলিকপ্টারটিতে শত্রুদের কোনও গোলা আঘাত করেনি। অবতরণের আগ মুহূর্তে বিধ্বস্ত হয়েছে। এর অর্থ হলো এটি খুব উঁচু থেকে পড়েনি। অবশ্য দুর্ঘটনায় তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সব আরোহী আহত হয়েছেন। দুজন সেনা নিহত ও অপর ৭  জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। এই হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। হামাসের কাছে জিম্মি হন ২৫০ জন ব্যক্তি, যাদের মধ্যে ৯৭ জন এখনো গাজায় আছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর মতে, এই ৯৭ জনের মধ্যে ৩৩ জন ইতোমধ্যে নিহত হয়েছেন।
হামাসের হামলার দিনেই ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু করে। এখন পর্যন্ত এই নির্বিচার ও গণহত্যামূলক হামলায় গত ১১ মাসে ৪১ হাজার ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।