মধ্যপ্রাচ্য থেকে ফেরত যাচ্ছে মার্কিন রণতরি রুজভেল্ট 

আন্তর্জাতিক ডেস্ক
  ১২ সেপ্টেম্বর ২০২৪, ২২:০৫

মধ্যপ্রাচ্যে বাড়তি কয়েক সপ্তাহ মোতায়েন থাকার পর মার্কিন রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে দেশটির কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবারের (১২ সেপ্টেম্বর) মধ্যে প্রশান্ত মহাসাগরীয় কার্যালয়ে রুজভেল্ট ফেরার কথা রয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ওই অঞ্চলে আরও কিছুদিন রুজভেল্টকে অবস্থান করার নির্দেশ দিয়েছিলেন। অন্য এক রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন রুজভেল্টের অবস্থানে পৌঁছানোর আগ পর্যন্ত রণতরিটিকে সেখানে অবস্থান করতে বলা হয়েছে।
ইরান ও তার মিত্রদের সম্ভাব্য হামলা থেকে ইসরায়েলকে নিরাপদ রাখতে এবং সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের সুরক্ষা দিতে সম্প্রতি মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে বাইডেন প্রশাসন।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রণতরি ও যুদ্ধজাহাজের উপস্থিতির প্রয়োজনীয়তা নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছিলেন সেখানে কর্মরত মার্কিন কমান্ডাররা। তাদের দাবি, যেকোনও হুমকি প্রতিরোধে, যেমন ইরান, এই পদক্ষেপের কার্যকর ভূমিকা রয়েছে।
রুজভেল্টকে এমন সময় দেশে ফেরত আনার সিদ্ধান্ত নেওয়া হলো, যখন ১১ মাস ধরে চলা গাজা যুদ্ধে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে, যুদ্ধবিরতি বারবার পিছিয়ে যাচ্ছে এবং দু’পক্ষই পরস্পরকে দোষী করছে।
মধ্যপ্রাচ্যে এখন লিংকনের পাশাপাশি আরও কিছু মার্কিন জাহাজ অবস্থান করছে। লোহিত সাগরে আছে ক্ষেপণাস্ত্র সজ্জিত সাবমেরিন ইউএসএস জর্জিয়া। এছাড়া পূর্ব ভূমধ্যসাগরে আরও কিছু যুদ্ধজাহাজ মোতায়েন আছে।