পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) থানার ভেতরে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ধর্ম অবমাননার অভিযোগে নিহত ওই ব্যক্তিকে আটক করা হয়েছিল। খবর এবিসি নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তির নাম সায়েদ খান। পুলিশ বলছে, সায়েদ খানকে গত বুধবার বিক্ষুব্ধ জনতার হাত থেকে ছিনিয়ে নেওয়ার পর আটক করে থানায় আনা হয়। বিক্ষুব্ধ জনতার দাবি, তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)- কে অপমান করেছেন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ খুররাম জানান, হত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি এর বেশি বিস্তারিত কিছু জানাননি।
বার্তাসংস্থা এএফপি'র প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও ভাইরাল হওয়ার পরেই গত বুধবার সায়েদ খানকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে মামলা হয়। তবে পরবর্তীতে অন্তত ২০০ জন পুলিশ স্টেশনে হামলা চালায়। এরপর বাধ্য হয়েই পুলিশ সায়েদকে অন্য থানায় নিয়ে যেতে বাধ্য হয়।
বেলুচিস্তানের পুলিশ প্রধান মোয়াজ্জাম জাহ আনসারি এএফপি'কে বলেন, দায়িত্বরত একজন পুলিশ কারাগারের ভেতরই সায়েদের ওপর হামলা চালায় এবং গুলি করে।
তিনি আরও বলেছেন, ইতোমধ্যে আমরা ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছি এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি।