রাশিয়াকে উ. কোরিয়ার সামরিক সহায়তা ইউক্রেনের জন্য হুমকির

আন্তর্জাতিক ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৭

রাশিয়ার সামরিক ক্ষেত্রে উত্তর কোরিয়ার সহায়তা ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জিইউআর-এর প্রধান কিরিলো বুদানভ। খবর রয়টার্সের।
রোববার (১৫ সেপ্টেম্বর) বুদানভ জানান, উত্তর কোরিয়া থেকে সরবরাহকৃত বিপুল পরিমাণ কামানের গোলাবারুদ রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যা রুশ বাহিনীর যুদ্ধক্ষেত্রের কার্যক্রম বাড়িয়েছে।
তিনি বলেন, রাশিয়ার অন্যান্য মিত্রদের তুলনায় উত্তর কোরিয়ার সামরিক সহায়তা ইউক্রেনের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ। উত্তর কোরিয়ার সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ রাশিয়ার সামরিক শক্তি বাড়িয়ে তুলছে।
যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও স্বাধীন বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অর্থনৈতিক ও সামরিক সহায়তার বিনিময়ে রাশিয়াকে এই সরঞ্জাম সরবরাহ করছেন।
বুদানভ কিয়েভে ইয়াল্টা ইউরোপীয় কৌশল সম্মেলনে আরও জানান, রাশিয়ার গাইডেড বোমার উৎপাদন বৃদ্ধিও ইউক্রেনের জন্য বড় সমস্যা সৃষ্টি করেছে, বিশেষত ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের উৎপাদন বৃদ্ধির ফলে ইউক্রেনের ওপর ব্যাপক হামলা চলছে।
ইউক্রেনের সামরিক বাহিনী রুশ বাহিনীর অগ্রগতি ঠেকাতে পূর্বাঞ্চলে চাপের মুখে রয়েছে। অন্যদিকে, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলে হামলা চালাচ্ছে।
এ বছরের শুরুর দিকে রাশিয়ার হামলায় ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট ঘটে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার মিত্রদের কাছে আবারও আকাশ প্রতিরক্ষার জন্য সহায়তা চেয়েছেন।
বুদানভ আরও সতর্ক করেন যে, ২০২৫ সালের গ্রীষ্ম নাগাদ রাশিয়া জনবল সংকটে পড়তে পারে। তখন তাদের হয় নতুন সেনা সংগ্রহ করতে হবে বা যুদ্ধের তীব্রতা কমাতে হবে, যা রাশিয়ার জন্য একটি সংকটময় পরিস্থিতি তৈরি করবে।