ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে প্রবল মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। শহরে অচলাবস্থা তৈরি হয়েছে। দুর্যোগের কারণে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
ধবার সন্ধ্যায় মুম্বাইয়ের কিছু জায়গায় প্রায় ২৭৫ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে এবং যানজট দেখা দেয়। ট্রেন চলাচলও বিলম্বিত হয়।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বৃষ্টিকে কেন্দ্র করে চারজনের মৃত্যু হয়েছে।
আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় শহরব্যাপী জরুরি সংকেত জারি করেছে কর্তৃপক্ষ। এসময় মানুষকে বাড়িতে অবস্থান করার অনুরোধ করা হয়েছে। শুক্রবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। আর মাছ-শিকারিদের উপকূল থেকে দূরে থাকার আহ্বান করেছে কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ড্রোন ফুটেজ থেকে দেখা গেছে, প্লাবিত মহাসড়কে যানবাহনের জটলা বেঁধে আছে। অনেক চালককে তখনও গাড়ির ভেতরে বসে থাকতে দেখা যায়। আবার ত্যক্তবিরক্ত অনেক চালক গাড়ি ফেলেই চলে গেছেন। যানবাহন না থাকায় ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অপেক্ষা করতে বাধ্য হন লাখো মানুষ।
ভারতের আবহাওয়া অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এবারের বৃষ্টির মৌসুম স্বাভাবিকের চেয়েও এক সপ্তাহ বেশি সময় চলছে।
এদিকে, আবহাওয়া কার্যালয় থেকে অন্য এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যের কিছু অংশে বৃহস্পতিবার মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।