জার্মানিতে ফিলিস্তিন সমর্থকদের বাড়িতে পুলিশের অভিযান

নতুনধারা
  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৮

জার্মানির রাজধানী বার্লিনে পাঁচজন ফিলিস্তিনপন্থী অ্যাক্টিভিস্টের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।সোমবার (৩০ সেপ্টেম্বর) যেসব ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়েছে, তাদের একজন স্থানীয় এক রাজনীতিবিদের দিকে মাইক্রোফোন স্ট্যান্ড ছুঁড়ে মেরেছিল বলে ধারণা করা হচ্ছে।
বার্লিনের পুলিশ ও পাবলিক প্রসিকিউটররা বলছেন, এই পাঁচজন ফিলিস্তিনিপন্থী 'উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডের মাধ্যমে' ফৌজদারি অপরাধ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।
যদিও অভিযানের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে দেশটির কর্তৃপক্ষ নিয়মিতভাবে গাজা যুদ্ধের বিরুদ্ধে চলা বিক্ষোভ ছত্রভঙ্গ করছে। সেই সঙ্গে বিক্ষোভকারীদের লাঞ্ছিত ও আটক করেছে।