ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
  ০৬ ডিসেম্বর ২০২২, ১২:০৫

আট সপ্তাহের মধ্যে এ নিয়ে অষ্টমবারের মতো এ ধরনের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলে দক্ষিণাঞ্চলে বন্দরনগরী ওডেসা বিদ্যুৎ–বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
অবশ্য আগের হামলাগুলোর তুলনায় সবশেষ হামলায় তুলনামূলক কম ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় দুই সপ্তাহ পর  আট সপ্তাহের মধ্যে এ নিয়ে অষ্টমবারের মতো এ ধরনের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। এ হামলায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার বিষয়ে বলেন, অনেক এলাকায় জরুরি ব্লাকআউট হবে। স্থিতিশীলতা ফেরাতে আমরা সকল কিছু করব।