সীমান্তে টহল নিয়ে সমঝোতায় পৌঁছেছে ভারত-চীন 

ডেস্ক রিপোর্ট
  ২২ অক্টোবর ২০২৪, ১৪:৪৩

সীমান্তে টহল নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছে ভারত ও চীন। ২১ অক্টোবর (সোমবার) ভারতের পক্ষ থেকে এক ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানান, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় টহল দেওয়ার ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছেছে ভারত-চীন। এর মাধ্যমে সীমান্তে উত্তেজনার অবসান হতে যাচ্ছে। খবর আরটি ওয়ার্ল্ডের। 
প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে আলোচনা হচ্ছে দুই দেশের মধ্যে। এনিয়ে বিক্রম মিশ্রি জানান, এবার চীনের সঙ্গে এই ইস্যুতে আমরা একটি সমঝোতায় পৌঁছেছি। গত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার বৈঠক করছিলাম। এবার সমাধানের পথ হলো। এর মধ্য দিয়ে ২০২০ সালের মতো পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় যাচ্ছেন। তার এই সফরের আগে ভারতীয় পররাষ্ট্রসচিবের এই ঘোষণাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। 
এর আগে ২০২০ সালে বিতর্কিত সীমান্তে উভয় দেশের সেনাদের সংঘর্ষে ২০ জন ভারতীয় এবং চার জন চীনা সেনা নিহত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। তবে সর্বশেষ সীমান্ত নিয়ে দেশ দুইটির এমন সিদ্ধান্তে সম্পর্কের বাঁক বদল হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। 
এদিকে ব্রিকস সম্মেলনের সময় মোদি ও শির মধ্যে বৈঠক হবে কিনা—এমন প্রশ্নের জবাবে মিশ্রি জানান, কাজানে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকগুলো এখনও পরিকল্পনার পর্যায়ে রয়েছে।