পশ্চিমাদের বিরুদ্ধে পুতিনের হুঁশিয়ারি

ইউক্রেন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে জবাব দেওয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক
  ২৭ অক্টোবর ২০২৪, ২২:৫২

রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিতে পারে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলো। তবে ইউক্রেনকে যদি এই অনুমোদন দেওয়া হয় তাহলে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার ভূখণ্ডে সম্ভাব্য দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জবাব কীভাবে দেওয়া যায় সে ব্যাপারে চিন্তাভাবনা করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।
পুতিন বলেন, কীভাবে, কোথায় এর জবাব দেওয়া হবে তা এখনো আলোচনায় আসেনি। তবে যথাযথভাবে ইউক্রেনের হামলার জবাব দেওয়া হবে।
সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিমাদের কাছে রাশিয়ার অভ্যন্তরে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি চেয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত সবুজ সংকেত দেয়নি ন্যাটোভুক্ত দেশগুলো।
এর আগে জেলেনস্কি জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে রাশিয়ার সঙ্গে যে যুদ্ধ চলছে তার শেষ দেখতে চান। তাই যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি কিয়েভকে পশ্চিমাদের দেওয়া সহায়তা অব্যাহত রাখারও আহ্বান জানান।
জেলেনস্কি বলেন, ২০২৫ সালের মধ্যে আমি যুদ্ধের শেষ দেখাতে চাই। তবে আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে, আগামী বছরও চলমান সহায়তা কমবে না।