ইরান যখন ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলার পরিকল্পনা করছে, তখন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 'গুরুতর অসুস্থ' বলে খবর পাওয়া যাচ্ছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৮৫ বছর বয়সী ইরানের সর্বোচ্চ নেতা গুরুতর অসুস্থতায় ভুগছেন। প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি মারা গেলে তার দ্বিতীয় জ্যেষ্ঠ পুত্র মোজতাবা তার স্থলাভিষিক্ত হতে পারেন।
মার্কিন সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে, খামেনির বর্তমান শারীরিক অবস্থায় পরবর্তীতে তার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে বড় ধরনের দ্বন্দ্ব রয়েছে। ধারণা করা হচ্ছে, খামেনির মৃত্যুর পর নতুন উত্তরসূরি কে হবেন, সে বিষয়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মতামত দেবে।
এর আগে চলতি বছরেই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার উত্তরসূরি খুঁজে পাওয়া নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। গত মে মাসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত হন।
রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সাল থেকে খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ইরানের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে গতকাল ইসরায়েল পাল্টা হামলা চালানোর পরপরই নিউইয়র্ক টাইমসে খামেনির অসুস্থতা সংশ্লিষ্ট এ প্রতিবেদন প্রকাশ করা হলো।
ইসরায়েলি কর্তৃপক্ষ উল্লেখ করেছে, ১ অক্টোবর ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছিল।
ইরানি কর্মকর্তারা বলেছেন, তারা ইসরায়েলের সঙ্গে সংঘাত বাড়াতে চান না, তবে যে কোনো ধরনের আগ্রাসন বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না।
জেরুজালেম পোস্টের এক খবরে বলা হয়েছে, ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সময় ইসরায়েল ইরাক ও সিরিয়ারও বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
এদিকে, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ইসরায়েলি হামলার পরপরই এক্স-এ একটি হিব্রু ভাষার অ্যাকাউন্ট খোলেন। তার প্রথম পোস্টে লেখা ছিল, 'পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে।'
পরদিকে, গতকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি আশা করছেন ইরানের ওপর ইসরাইলের সর্বশেষ হামলা কয়েক মাস ধরে চলা হামলা-চক্রের অবসান ঘটাবে। সাংবাদিকদের তিনি বলেন, 'আমি আশা করি এটাই শেষ।'