সেলিনা পারভীনের কবিতা "বিনে সুতোর মালা"

সাহিত্য ডেস্ক
  ২৭ আগস্ট ২০২৫, ১৯:১৩

 

ছিন্ন হয়েছে সম্পর্ক 
স্মৃতির পাতা গুলো অক্ষুন্ন 
ভালোবাসা আজ মৃত 
মায়ার স্মৃতি গুলো চিরঞ্জিবিত 
সময় চলে সময়ের গতি মেনে 
মানবতা বাঁধা বাস্তবতার মাঝে 
আমিও চলছি আমার পথে 
ক্ষতি নেই এখন কোনো কিছুতে 
শুধু মালা গেথেছিলাম ফুল দিয়ে 
সুতো ছিলনা ফুলের সাথে  
মালাটা শুধু ঝরে গেছে 
ফুল গুলো পড়ে রয়েছে 
যত্ন করে তুলে রেখেছি আমার আলমারিতে 
সেই ছোট্ট বেলার মতো করে 
আগলে রাখবো বইয়ের ভাজে 
যত দিন নিঃশ্বাস রবে 
বিনে সুতোর মালা শুকিয়ে যাবে 
প্রাণহীন হয়ে পড়বে 
ক্ষতি কি শুকনো প্রাণহীন ফুল গুলো কেউ তো আর কেড়ে নিবে না 
মালা গাঁথার জন্যে!!
আমার কাছে ঝরে যাওয়া শুকনো 
ফুলের মূল্য অনেক বেশি বলেই 
রেখে দিলাম আমার কাছে।
বিনে সুতোর মালা আমার হৃদয়ের 
সিন্দুকে সযত্নে.