বেত প্রক্রিয়াজাত করে বিক্রির জন্য প্রস্তুত করে রাখা হয়েছে দোকানে।
দোকানে বেতের সোফা তৈরিতে ব্যস্ত কারিগর।
নকশা ও মানের ওপর নির্ভর করে এক সেট সোফার দাম পড়তে পারে ১১ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত
সোফা, মোড়া ছাড়াও এখানে পাওয়া যায় ফুলদানি, চেয়ারসহ নানান নকশার শৌখিন আসবাব।
বাড়ির সাজসজ্জার জন্য বেতের তৈরি আয়নার ফ্রেমের বেশ চাহিদা রয়েছে।
রয়েছে ঘর সাজাতে বেতের তৈরি খেলনা রিকশার মতো পণ্য।
সিলেটের ঘাসিটুলা এলাকায় সড়কের পাশে দেখা যায় বেতশিল্পের এমন বেশ কয়েকটি দোকান।