আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা ও পালনকর্তা। দুনিয়া ও আখেরাতের অন্তহীন জীবনে আমাদের যাবতীয় ভালো-মন্দের মালিক। তার সন্তুষ্টি ও ভালোবাসা পাওয়া মুমিন হিসেবে আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য। আমাদের সব ইবাদত, পরিশ্রম, প্রচেষ্টা ও সাধনা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার জন্যই।
আল্লাহর ভালোবাসা লাভ করার জন্য গুনাহ থেকে মুক্ত থাকা ও নেক আমল করার পাশাপাশি আল্লাহর ভালোবাসা চেয়ে বেশি বেশি দোয়াও করা উচিত। রাসুল (সা.) আল্লাহর ভালোবাসা চেয়ে দোয়া করতেন,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُ إِلَى حُبِّكَ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান্ য়ুহিব্বুকা ওয়া হুব্বা আমালিন য়ুকাররিবু ইলা হুব্বিকা।
হে আল্লাহ! আমি আপনার কাছে আপনার ভালোবাসা, আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা এবং যে আমল আপনার নিকটবর্তী করে দেয় সে আমলের ভালোবাসা প্রার্থনা করছি। (সুনানে তিরমিজি: ৩২৩৫)
আল্লাহর নবি দাউদও (আ.) আল্লাহ তাআলার ভালোবাসা চেয়ে দোয়া করতেন। আবু দারদা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, দাউদ (আ.) দোয়া করতেন,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَالْعَمَلَ الَّذِي يُبَلِّغُنِي حُبَّكَ اللَّهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ إِلَيَّ مِنْ نَفْسِي وَمَالِي وَأَهْلِي وَمِنَ الْمَاءِ الْبَارِدِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আস্আলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান্ ইউহিব্বুকা ওয়াল আমলাল্লাযী ইউবাল্লিগুনী হুব্বাকা, আল্লাহুম্মাজ্’আল হুব্বাকা আহাব্বা ইলাইয়্যা মিন্ নাফসী ওয়ামালী ওয়া আহলী ওয়ামিনাল মায়িল বারিদ।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে আপনার ভালোবাসা প্রত্যাশা করি, আর যে আপনাকে ভালোবাসে, তার ভালোবাসা চাই এবং আমি ওই কাজের শক্তি চাই, যে শক্তি আমাকে আপনার ভালোবাসার দিকে নিয়ে যাবে। হে আল্লাহ! আপনার ভালোবাসাকে আমার কাছে আমার জীবন, আমার ধন-সম্পদ, আমার পরিবার-পরিজন ও ঠাণ্ডা পানির চেয়েও বেশি পছন্দনীয় করে দিন।
বর্ণনাকারী আবু দারদা (রা.) আরও বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দাউদের (আ.) কথা আলোচনা করলে বলতেন, দাউদ (আ.) মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইবাদতগুজার বান্দা ছিলেন। (সুনানে তিরমিজি: ৩৪৯০)