সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ১২ জন মা’কে সম্মাননা দিয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। রোববার (১১ মে) বিশ্ব মা দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন ক্লাবে ‘গরবিনী মা-২০২৫’ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মাননা পাওয়া মায়েদের ক্রেস্ট, মেডেল, বিনামূল্যের মাস্টার হেলথ চেকআপ প্যাকেজ, উডেন পিকচার ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
সম্মাননা পেলেন- প্রশাসন ক্যাটাগরিতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজের মা মনোয়ারা বেগম, আইন ও বিচার ক্যাটাগরিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, ব্রাহ্মণবাড়িয়ার বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ রেজাউল করিমের মা রেজীয়া বেগম, শিক্ষা ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানের মা মোছাম্মৎ রেজিয়া খাতুন, অর্থনীতি ক্যাটাগরিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার মা আয়েশা আক্তার, আইন শৃঙ্খলা ক্যাটাগরিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার কাজী নুসরাত এদীব লুনার মা ফরিদা আফরোজা, চিকিৎসা ক্যাটাগরিতে বাংলাদেশের ল্যাপারোস্কপিক সার্জারির পথিকৃৎ চিকিৎসক প্রফেসর সরদার এ নাঈমের মা রাজিয়া কাদের, প্রকৌশল ক্যাটাগরিতে খ্যাতিমান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও হাইরাইজ বিল্ডিং এক্সপার্ট ইঞ্জিনিয়ার এ কে এম সাইফুল বারির মা মোছা. হাজেরা বেগম, সাংবাদিকতা ক্যাটাগরিতে বাংলাভিশনের ডেপুটি হেড অব নিউজ মো. মাহফুজুর রহমানের মা রাজিয়া খাতুন, সংগীত ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কনার মা লুৎফুন্নাহার লুৎফা, অভিনয় (নারী) ক্যাটাগরিতে নন্দিত অভিনেত্রী ও মডেল ড. সুমাইয়া শিমুর মা লায়লা রহমান, অভিনয় (পুরুষ) ক্যাটাগরিতে নন্দিত নাট্য, চলচ্চিত্র অভিনেতা ও মডেল আব্দুন নূর সজলের মা কানিজ ফাতেমা এবং ব্র্যাক ব্যাংক প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি প্রাপ্ত অদম্য মেধাবী বর্ষা রানী বীণারর মা শ্রীমতী শৈল বালা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। শান্তা জাহান এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সাখাওয়াত হোসেন বলেন, কোনো সন্তানই মায়ের দুধের ঋণ শোধ করতে পারে না। তাই আজীবন মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থাকতে হবে। মা-ই আমাদের জীবনের প্রথম ও শেষ আশ্রয়।
উন্নত চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি এমন আয়োজনের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বানও জানান তিনি।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গরবিনী-মা সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীও স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনও উপস্থিত ছিলেন। গরবিনী মায়েদের সম্মাননা প্রদানের আগে অনুষ্ঠানে প্রত্যেক সন্তান তাদের অনুভূতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের একটি সামাজিক উদ্যোগ হচ্ছে গরবিনী মা সম্মাননা।