হতাশার এক সেশন শেষ করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  ২৮ এপ্রিল ২০২৫, ১৫:৫৮


হতাশার এক সেশন শেষ করলো বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে কোনো উইকেট পাননি স্বাগতিক দলের বোলাররা। এই সেশনে ২৮ ওভার ব্যাট করে বিনা উইকেটে ৭২ রান তুলেছে জিম্বাবুয়ে। দুই সেশন মিলিয়ে ৫৬ ওভারে ২ উইকেটে ১৬১ রান করে চা-বিরতিতে গেছে সফরকারীরা।
নিকোলাস ওয়েলচ ৫৪ আর শন উইলিয়ামস ৫৫ রানে অপরাজিত আছেন।
আজ সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। প্রত্যাশা ছিল, শুরুর দিকেই জিম্বাবুয়েকে চেপে ধরবে বাংলাদেশ। তবে সেটি পারেনি স্বাগতিকরা। আবার উইকেট পেতে ১০ ওভারের বেশিও অপেক্ষা করতে হয়নি বাংলাদেশের ভক্ত-সমর্থকদের।
ইনিংসের ১১ তম ওভারের তৃতীয় বলে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিয়েছেন সদ্য অভিষেক হওয়া পেসার তানজিম হাসান সাকিব। অফসাইডে এক্সট্রা বাউন্স দিয়ে জিম্বাবুয়ে ওপেনার ব্রায়ান বেনেটকে (৩৩ বলে ২১) উইকেটরক্ষক জাকের আলী অনিকের ক্যাচ বানান তানজিম। ৪১ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে।
চট্টগ্রামে বোলিংয়ে এসেই শিকার ধরেন তাইজুল। ইনিংসের ১৯তম ওভারে দুর্দান্ত এক ডেলিবারিতে উইকেটে সেট হওয়া জিম্বাবুয়ে ওপেনার বেন কারেনকে বোল্ড করেন বাঁহাতি স্পিনার। ৫০ বলে ২১ রান করে সাজঘরে ফেরত যান কারেন। দলীয় ৭২ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে।
তৃতীয় উইকেটে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি করে জিম্বাবুয়েকে এগিয়ে নিচ্ছেন শন উইলিয়ামস ও নিকোলাস ওয়েলচ।