এএফসি চ্যালেঞ্জ লিগে ওয়েস্ট রিজিয়নের গ্রুপ পর্বে মোটামুটি মসৃণ পথ পেল বসুন্ধরা কিংস। ড্রয়ে ‘বি’ গ্রুপে ওমান, কুয়েত ও লেবাননের ক্লাবকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশের ক্লাবটি।
মালয়েশিয়ার কুয়ালা লামপুরে বৃহস্পতিবার এই প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বে ওমানের আল-শাবাব, কুয়েতের আল-কুয়েত ও লেবাননের আল-আনসারের বিপক্ষে খেলবে কিংস। আগামী ২৫ অক্টোবর গ্রুপ পর্ব শুরু হয়ে শেষ হবে ১ নভেম্বর।
আল-শাবাব ওমানের লিগের শিরোপা কখনও জিততে পারেনি। দুইবার তারা হয়েছে রানার্সআপ। আল-কুয়েতের অর্জনের পাল্লা অবশ্য বেশ ভারি। ঘরোয়া লিগে তারা ২০বার চ্যাম্পিয়ন হয়েছে। কুয়েত কাপও তাদের শোকেসে আছে ১৬টি।
আল-আনসার লেবাননের ঘরোয়া লিগে রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়ন। লেবানিজ কাপের রেকর্ড ১৬ বারের চ্যাম্পিয়নও তারা।
দেশের লিগে কিংস এ পর্যন্ত শিরোপা জিতেছে ৫টি। অবশ্য ২০২৪-২৫ মৌসুমের লিগে দলটির পারফরম্যান্স ছিল না আহামরি। লিগ টেবিলে তৃতীয় স্থানে থেকে শেষ করেছিল তারা।
গত অগাস্টে মূল পর্বে ওঠার লড়াইয়ে কাতারের দোহায় ইমানুয়েল সানডের গোলে আল কারামাহকে ১-০ ব্যবধানে হারিয়েছিল কিংস। এই ধাপে মুরাস ইউনাইটেডের বিপক্ষে আবাহনী হেরে যাওয়ায় চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের একমাত্র ক্লাব হিসেবে টিকে আছে কিংস।