আমেরিকার সংবিধানের ১৪তম সংশোধনী দেশটিতে জন্ম নেওয়া সব ব্যক্তিকে নাগরিকত্বের অধিকার দেয়, কিন্তু জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ, দেশটির সুপ্রিম কোর্ট ও ফেডারেল বিচারকদের বিপরীতধর্মী সাম্প্রতিক আদেশ দেশ-বিদেশে আলোচনার সৃষ্টি করেছে।
এমন পরিস্থিতিতে অনেকে জানতে চাইছেন, অ্যামেরিকায় জন্ম নিলেই নাগরিকত্ব পাওয়া যায় কি না।
সম্প্রতি নিউ ইয়র্ক সিটির এক বাসিন্দা ভাষ্য, একজন নারী আমেরিকায় এসে সন্তান জন্ম দিলে একটি সার্টিফিকেট সংগ্রহ করে তা দিয়ে পাসপোর্ট সংগ্রহ করা যেত। এ নিয়ম এখনও বলবৎ আছে কি না।
এ প্রশ্নের উত্তরে ইমিগ্রেশন, দুর্ঘটনা ও মেল প্র্যাকটিস অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, অ্যামেরিকার সংবিধানের ১৪তম সংশোধনী জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ দেয়। এটা নিয়ে অতীতে অনেকবার কথা হয়েছে।
তিনি জানান, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে নির্বাহী আদেশ দিয়েছিলেন। এ আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছিল আদালত।
এ অ্যাটর্নি জানান, সুপ্রিম কোর্ট বলেছে, যে স্টেইট বা ভুক্তভোগী বার্থরাইট সিটিজেনশিপ বা জন্মসূত্রে নাগরিকত্বের আওতায় ছিল, আদালতে যারা আবেদন করেছেন, তাদের জন্য এটা বলবৎ থাকবে। তারা এটার সুবিধা পাবেন।
তিনি বলেন, ‘এখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে, ২৭ জুলাইয়ের আগে যাদের জন্ম হবে, তারা জন্মসূত্রে নাগরিকত্বের আওতায় আসবেন। আগে যেমন বার্থ সার্টিফিটেকট দিয়ে পাসপোর্ট বানানো হতো, সেইভাবেই হবে।’
এ অ্যাটর্নি আরও বলেন, জুলাইয়ের পরে হয়তো সুপ্রিম কোর্ট একটি সেশনে বসবে। অ্যামেরিকার সংবিধানের ধারক হিসেবে সুপ্রিম কোর্টই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তবে এখন পর্যন্ত নিয়মটি বলবৎ আছে।