কুইন্সের সড়কে তর্কাতর্কির জেরে বুকে গুলি করে বিএমডব্লিউয়ে পালালেন হামলাকারী

ডেস্ক রিপোর্ট
  ১৩ জুলাই ২০২৫, ১৫:২৩

নিউ ইয়র্ক সিটির কুইন্সের একটি বৃক্ষশোভিত সড়কে শনিবার সকালে তর্কাতর্কির জেরে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এনওয়াই ডেইলি নিউজ জানায়, সাউথ জ্যামাইকার গ্লাসবোরো অ্যাভিনিউর কাছে লিভারপুল স্ট্রিটে ছিলেন ভুক্তভোগী। সকাল সোয়া আটটার দিকে এক বন্দুকধারী তার বুকে গুলি ছোড়েন।
গুলিবিদ্ধ হয়ে দৌড়ে কয়েক ফুট গিয়ে ফুটপাতে পড়ে যান ভুক্তভোগী। ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস জ্যামাইকা হসপিটালে নিয়ে গেলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান বন্দুকধারী। ঘটনা সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্র জানায়, ঘটনাস্থল থেকে একটি বিএমডব্লিউকে দ্রুত চলে যেতে দেখেন প্রত্যক্ষদর্শীরা।
ভুক্তভোগীকে কংক্রিটে পড়ে থাকা অবস্থায় পাওয়ার আগে প্রতিবেশীরা ছয়টির মতো গুলির শব্দ শোনেন।
নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির গোয়েন্দারা নজরদারি ক্যামেরার ছবির জন্য ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন। যেকোনো ছবি হামলাকারীকে শনাক্ত করতে সাহায্য করবে তাদের।
গ্রামীণ আবহ থাকার পরও লিভারপুল স্ট্রিটের হামলাস্থলের ব্লকে প্রায়ই হইচইপূর্ণ পার্টি হয় বলে জানান সেখানকার দুজন বাসিন্দা।