যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় শক্তিশালী বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট
  ৩০ জুলাই ২০২৫, ১৩:০২
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন

নেব্রাস্কায় হরাইজন বায়োফুয়েলস নামে একটি জ্বালানি পেলেট ও অ্যানিমেল বেডিং তৈরির কারখানা প্ল্যান্টে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এবিসি নিউজ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে ওমাহা থেকে প্রায় ৪০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত ফ্রেমন্টের ঐ কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফ্রেমন্টের ফায়ার চিফ টড বার্ট বলেন, ‘আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই, তখন প্রচণ্ড ধোঁয়া এবং প্রচুর আগুনের লেলিহান শিখা বের হচ্ছিল।’
ফ্রেমন্টের মেয়র জোয়ি স্পেলারবার্গ এক ব্রিফিংয়ে বলেন, বিস্ফোরণের সময় তিনজন লোক কারখানার ভেতরে ছিলেন। এই মুহূর্তে আমরা এটুকুই বলতে পারি।’
বিস্ফোরণের পর ভবনটি ধসে পড়ায় দমকল কর্মীদের অনুসন্ধান কার্যক্রম ব্যহত হচ্ছে। কর্মীরা ভবনে প্রবেশ করতে পারছেন না। উদ্ধার তৎপরতার জন্য ফায়ার ডিপার্টমেন্ট নেব্রাস্কা টাস্ক ফোর্স ওয়ানের কাছ থেকে সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন টড বার্ট।

ফায়ার চিফ জানান, কারখানাটির ভেতরে প্রচুর কাঠ এবং কিছু অ্যালকোহল-ভিত্তিক উপকরণ মজুত ছিল।
বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। নেব্রাস্কা স্টেট ফায়ার মার্শালের অফিস এবং অন্যান্য সংস্থা ঘটনাস্থলে রয়েছে।
নেব্রাস্কার গভর্নর জিম পিলেন জানিয়েছেন, তিনি ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমাদের সমবেদনা ও প্রার্থনা সকলের সাথে আছে। এবং আমরা যেকোনো উপায়ে সাহায্য করতে প্রস্তুত।’