র‍্যাপার তারকা ডিডি কম্বসের জামিন আবেদন খারিজ

ডেস্ক রিপোর্ট
  ০৩ জুলাই ২০২৫, ১২:২৮

বিখ্যাত হিপ-হপ তারকা ও সঙ্গীত প্রযোজক, শন ডিডি কম্বসের জামিন আবেদন খারিজ করে দিয়েছে, নিউ ইয়র্কের ফেডারেল আদালত। বুধবার, তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে, গুরুতর তিনটি অভিযোগ থেকেই রেহাই পেয়েছেন শন ডিডি।
নিউ ইয়র্কের ফেডারেল আদালতে দীর্ঘ শুনানি শেষে, জালিয়াতির ষড়যন্ত্র ও যৌন পাচার চক্রের সাথে জড়িত থাকার মতো, গুরুতর অভিযোগ থেকে খালাস পেয়েছেন, সাবেক র‍্যাপ তারকা ও সঙ্গীত প্রযোজক, শন ডিডি কম্বস।
বুধবার, পতিতাবৃত্তির উদ্দেশ্যে লোকজনকে এক স্টেইট থেকে অন্য স্টেইটে নিয়ে যাওয়ার মতো দুটি কম গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হন শন ডিডি। রায় ঘোষণার পর তার জামিনের আবেদন করেন আইনজীবীরা। কিন্তু প্রসিকিউটররা এর বিরোধিতা করে বলেন, কম্বস এখনও পালিয়ে যেতে পারেন এবং তিনি সমাজের জন্য বিপজ্জনক।
শুনানিতে প্রসিকিউটরদের পক্ষে রায় দিয়ে জামিন নামঞ্জুর করেন বিচারক অরুণ সুব্রমানিয়ান। তিনি বলেন, কম্বস ব্যক্তি বা সমাজের জন্য বিপদজনক নন এমন বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি বিবাদী পক্ষের আইনজীবীরা।
রায়ের পর আদালত থেকে হাসিমুখে বের হতে দেখা যায় ডিডি ও তার পরিবারকে। সাথে ছিলেন তার আইনজীবী, জাভিয়ার ডনাল্ডসন।
এই রায়কে ডিডির জন্য একটি বিশাল বিজয় হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা।
অন্যদিকে, তার অপরাধ অনুযায়ী যথেষ্ট শাস্তির দাবি জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী, ডগলাস উইগডর।
তার এই রায়ের পর আদালত প্রাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া জানান ভক্ত ও প্রতিদ্বন্দ্বীরা।