যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্কতা জারি!

ডেস্ক রিপোর্ট
  ০২ জুলাই ২০২৫, ১৩:৪২

যুক্তরাষ্ট্রে সবসময় তাদের নাগরিকদের ভ্রমণ  নিরাপত্তার জন্য সতর্কবার্তা জানিয়ে আসছিল।বিষয়টি এখন ভিন্ন হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্র ভ্রমণে এবার সরাসরি সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ডেনমার্ক ও ফ্রান্সসহ একাধিক দেশ। নিজ নিজ নাগরিকদের উদ্দেশে এসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে—“যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ভাবুন, বুঝে যান। কারণ পরিস্থিতি আগের মতো নেই।
”এমন সতর্কতা জারির পেছনে মূল কারণ—যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে ট্রান্সজেন্ডার ও নন-বাইনারি লিঙ্গ পরিচয়ের মানুষদের নিয়ে নানা আইন ও সামাজিক উত্তেজনা।
যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সরাসরি বলেছে—‘X’ মার্কড পাসপোর্টধারী ভ্রমণকারীরা আমেরিকায় প্রবেশের সময় হয়রানি বা বিভ্রান্তির শিকার হতে পারেন।বিশেষ করে যাঁরা ট্রান্সজেন্ডার, তাঁদের অভিবাসন চেকপয়েন্টে সমস্যা হতে পারে।
কানাডা সরকার জানিয়েছে—৩০ দিনের বেশি যুক্তরাষ্ট্রে থাকতে চাইলে আগে থেকেই নির্ধারিত কিছু ফর্ম ও অনলাইন তথ্য পূরণ না করলে ভ্রমণকারীদের আইনগত জটিলতার মুখে পড়তে হতে পারে। জরিমানা, এমনকি ডিপোর্টেশনও হতে পারে।
জার্মানি তাদের নাগরিকদের সতর্ক করে বলেছে—যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় বিশেষ করে নির্দিষ্ট কিছু অঙ্গরাজ্যে সংখ্যালঘু ও ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষদের প্রতি বৈষম্যমূলক আচরণের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।
অস্ট্রেলিয়া তার পরামর্শে বলেছে—যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা, গোষ্ঠীগত সহিংসতা এবং অস্ত্রবিষয়ক আইন ভ্রমণকারীদের জন্য উদ্বেগের কারণ হতে পারে। বিশেষ করে স্কুল, জনসভা বা পাবলিক স্পেসে নিরাপত্তা নিয়ে চিন্তার বিষয় রয়েছে।
তাদের মতে, কিছু অঙ্গরাজ্যে LGBTQ+ ব্যক্তিদের জন্য পরিবেশ এখন অনেক বেশি প্রতিকূল।
একাধিক দেশ জানিয়েছে—যুক্তরাষ্ট্রের ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ESTA) সিস্টেমে সাম্প্রতিক পরিবর্তন ভ্রমণকারীদের বিভ্রান্ত করছে  ভ্রমণের আগে তথ্য যাচাই, লিঙ্গ পরিচয় সংক্রান্ত কাগজপত্র ঠিক আছে কি না, তা নিশ্চিত হতে বলা হচ্ছে।
বিশ্ব পর্যটন বিশেষজ্ঞরা বলছেন— সতর্কবার্তাগুলো ভ্রমণ নির্দেশিকার পাশাপাশি  কূটনৈতিক বার্তাও।
যুক্তরাষ্ট্রে যেভাবে অভ্যন্তরীণ বিভাজন, সামাজিক উত্তেজনা এবং গোষ্ঠীগত বৈষম্য বেড়েছে, তা এখন আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশ্ব পর্যটন কাউন্সিল জানিয়েছে, এসব সতর্কতা যুক্তরাষ্ট্রের পর্যটন খাতে বড় ধাক্কা দিতে পারে। সম্ভাব্য ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলারে গড়াতে পারে।
যুক্তরাষ্ট্রে ভ্রমণে এখন আর শুধু টিকিট আর পাসপোর্ট যথেষ্ট নয়। নিজের পরিচয়, গন্তব্য, এবং আশেপাশের রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপট বুঝে ভ্রমণের সিদ্ধান্ত নিতে বলছে একাধিক দেশ।
বিশ্বের বড় বড় দেশ যদি যুক্তরাষ্ট্র নিয়ে নাগরিকদের সাবধান করে— তবে আমাদের মতো তৃতীয় বিশ্বের মানুষদের জন্য বার্তাটা আরও জোরালো।