নিউইয়র্কের মামলার ব্যাপারে ট্রাম্প সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। নিউজম্যাক্স জানায়, ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ ২ জুন রবিবার এ আহ্বান জানিয়ে বলেন, রিপাবলিকান কনভেনশনের ৪ দিন আগে তার দণ্ড কার্যকর করার ব্যাপারটি ফ্যাসিস্ট। তিনি বলেন, একজন রেডিকেল ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আর একজন বিতর্কিত বিচারককে দিয়ে জাতির ভাগ্য নির্ধারণ করতে পারেন না, তাই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করা উচিত।
২৭ জুন সিএনএন আয়োজিত বাইডেন-ট্রাম্প প্রথম বিতর্ক। বাইডেন ‘গর্ভপাত’ নিয়ে কথা বলতে চাইবেন, ট্রাম্প ‘ইমিগ্রেশন’ নিয়ে। ট্রাম্প দণ্ডিত অপরাধী, বাইডেন সুবিধাজনক অবস্থানে থাকতে চাইবেন। ট্রাম্প হয়তো বলতে চাইবেন, এর পেছনে বাইডেন। ওয়াল স্ট্রীট জার্নাল প্রশ্ন তুলেছে, ট্রাম্প নির্বাচনে জিতলে ইলন মাস্ক কি পলিসি অ্যাডভাইজার হবেন? রয়টার ২৯ মে জানিয়েছে, ফিলাডেলফিয়ায় বাইডেন বলেছেন যে, কৃষ্ণাঙ্গ ভোটাররা ট্রাম্পকে পরাজিত করবে।
ট্রাম্প বলেছেন, তিনি জেলে গেলে বা গৃহবন্দী হলে তার কিচ্ছু আসে যায় না, কিন্তু ভোটার সেটি কিভাবে নেবে তা তিনি জানেন না। ডেমোক্র্যাট সিনেটর জো মানচিন অবসরে যাচ্ছেন, কিন্তু যাওয়ার আগে তিনি দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছেন। ৩১ মে শুক্রবার তিনি দলের অভ্যন্তরে ‘দলীয় চরমপন্থার’ নিন্দা করেছেন। ইতোপূর্বে অপর ডেমোক্র্যাট সিনেটর ক্রিস্টিন শিনেমা একই অভিযোগ করেছিলেন। অভিনেতা রবার্ট ডি নিরো ২৮ মে মঙ্গলবার ট্রাম্পকে ‘ক্লাউন’ হিসেবে অভিহিত করেন।
ট্রাম্প তার বিচারকে ‘কারচুপি’র বিচার বলে অভিহিত করেছেন। বাইডেন এমন কথাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ উল্লেখ করে বলেন, মার্কিন বিচার ব্যবস্থা ২শ’ বছরের পরীক্ষিত। ট্রাম্পের অ্যাটর্নি উইল সাহার্ফ ২ জুন এবিসি’র জর্জ স্টেফানোপুলাস-কে স্পষ্ট করে বলেছেন, ট্রাম্পের বিচারের পেছনে বাইডেন প্রশাসনের হাত রয়েছে। তিনি বলেন, ‘আমরা আপিল করবো, প্রথমত: বিচারক জুয়ান মার্চেন এ বিচারকার্য থেকে নিজেকে সরিয়ে না নেয়া এবং বিচারক জুরিদের যে নির্দেশনা দিয়েছেন, এর ওপর।’ তিনি বলেন, ‘আমরা মনে করিনা যে, ট্রাম্পের বিরুদ্ধে এই রায় আদৌ টিকবে।’
ট্রাম্প দণ্ডিত, এতে বাইডেন উপকৃত হচ্ছেন না উল্টোটা হবে এ বিতর্কে আবর্তিত হচ্ছে। উত্তর সহজ নয়, দণ্ডিত হওয়ার ১ দিনের মধ্যে ট্রাম্প ৩৯ মিলিয়ন ডলার চাঁদা তুলেছেন। একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের প্রতিদ্বন্দ্বী আদালতে দণ্ডিত এটি আশীর্বাদ, কিন্তু বাইডেনের ক্ষেত্রে তা হচ্ছে বলে মনে হচ্ছেনা। নর্থ ক্যারোলাইনার ‘মেরেডিথ পোল’-র ডিরেক্টর ডেভিড ম্যাকলেনান বলেছেন, ট্রাম্পের ভোটার দলে দলে পক্ষ ত্যাগ করে বাইডেনকে ভোট দেবে, এটি ভাবলে ভুল হবে। কংগ্রেসম্যান এডাম শিফ বলেছেন, বাইডেনের উচিত ট্রাম্পের দণ্ডিত হওয়ার রায় নিয়ে সরব হওয়া।
নিউইয়র্ক