
আফগানিস্তানে আবারও কঠোরতা দেখাল তালেবান। এবার জনপ্রিয় ব্রিটিশ টেলিভিশন সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’ (Peaky Blinders)-এর প্রধান চরিত্র টমি শেলবির মতো পোশাক পরার অপরাধে চারজন যুবককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় দেশটিতে পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করার বিরুদ্ধে তালেবানের কঠোর মনোভাব আরও স্পষ্ট হলো।
আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ঐ চার যুবক রাজধানী কাবুলের একটি জনাকীর্ণ এলাকায় সিরিজের প্রধান চরিত্র টমি শেলবি (Tommy Shelby)-এর স্টাইলের পোশাক পরে ঘোরাফেরা করছিলেন। তাদের পোশাকে সাধারণত ফ্ল্যাট ক্যাপ, কোট এবং ওয়েস্টকোট ছিল, যা ‘পিকি ব্লাইন্ডার্স’ গ্যাংয়ের ট্রেডমার্ক লুক।
তালেবানের নৈতিকতা রক্ষা এবং পাপ দমন মন্ত্রণালয়ের (Ministry for the Propagation of Virtue and the Prevention of Vice) কর্মকর্তারা এই পোশাক পরিধানকে ‘বিদেশি সংস্কৃতির অনুকরণ’ এবং ‘অশালীনতা’ আখ্যা দেন।
যুবক চারজনকে গ্রেফতারের পাশাপাশি তালেবান সদস্যরা রাজধানী কাবুলে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে, যাতে কেউ আর এই ধরনের পশ্চিমা পোশাক বা চুল কাটার স্টাইল অনুসরণ না করে।
এর আগেও তালেবান সদস্যরা তরুণদের লম্বা চুল রাখা বা পশ্চিমা স্টাইলে চুল কাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল।
বিনোদনে তালেবানি নিষেধাজ্ঞা
তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে জনসমক্ষে বিনোদন ও পশ্চিমা সংস্কৃতির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রকাশ্যে গান বাজানো, সিনেমা দেখা, বা বিলাস বহুল পোশাক পরা—এমনকি পুরুষদের জন্য টাই পরার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এই গ্রেফতারের ঘটনাটি আন্তর্জাতিক মহলে আবারও আফগানিস্তানে মানবাধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার অভাবকে তুলে ধরল।
সূত্র: ডেইলি মেইল