অ্যামেরিকায় বিদেশিভীতি নিয়ে উদ্বেগ ভারতীয় বংশোদ্ভূত সিইওর

ডেস্ক রিপোর্ট
  ১৬ নভেম্বর ২০২৫, ২৩:৪২

অ্যামেরিকার বিদেশিভীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় বংশোদ্ভূত মালয়েশীয় উদ্যোক্তা, লেখক ও বক্তা ভিশেন লাখিয়ানি।
অনলাইন শিখন প্ল্যাটফর্ম মাইন্ডভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইওর অভিযোগ, বৈধ ও-১ ভিসা থাকা সত্ত্বেও অ্যামেরিকার একটি বিমানবন্দরে তাকে থামিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই। সাধারণত অসাধারণ সামর্থ্য থাকা ব্যক্তিদের ও-১ ভিসা দিয়ে থাকে অ্যামেরিকা।
এনডিটিভি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তার বিস্তারিত অনুভূতি তুলে ধরেন লাখিয়ানি।
এ উদ্যোক্তা লিখেন, দুই দশকের বেশি সময় ধরে তিনি অ্যামেরিকার অর্থনীতিতে ভূমিকা রাখছেন। ২২ বছর ধরে সরকারকে কর দিচ্ছেন। তিনি এমন এক কোম্পানির নেতৃত্ব দিচ্ছেন, যার বিশ্বজুড়ে কর্মী রয়েছে ২৩০ জন।
অভিবাসীদের লক্ষ্য করে ভয়কেন্দ্রিক বক্তব্যের নিন্দা জানিয়ে লাখিয়ানি বলেন, কিছু নেতার কারণে অ্যামেরিকা ‘বদ্ধ ও সংকীর্ণমনা’ দেশে পরিণত হচ্ছে। এসব নেতা বাস্তব সমাধানের পরিবর্তে অভিবাসীদের দোষারোপ করছেন।
আগামী নির্বাচনে পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন লাখিয়ানি।
বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে লাখিয়ানির ওই মন্তব্য অনেকেই শেয়ার করেন, যার মধ্য দিয়ে অ্যামেরিকায় অভিবাসন নীতি, বিমানবন্দরে যাচাই-বাছাই ও দেশে বৃহত্তর রাজনৈতিক পরিবেশ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়।
লাখিয়ানির প্রকাশিত ভিডিওটি ১০ লাখের বেশি ভিউ টানে। তার সমর্থকদের অনেকে জানান একই ধরনের অভিজ্ঞতার শিকার হওয়ার কথা।