আওয়ামী লীগ পলাতক শক্তি, তারা আর ফিরে আসতে পারবে না

নিতাই রায় চৌধুরী
ডেস্ক রিপোর্ট
  ৩১ অক্টোবর ২০২৪, ২৩:২৩

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী
আওয়ামী লীগকে পলাতক শক্তি হিসেবে আখ্যায়িত করে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘তারা আর ফিরে আসতে পারবে না।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়েছেন। এরা হলো পলাতক শক্তি। এই দুর্নীতিবাজ, লুটেরারা মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারবে না। তাই এরা আর ফিরে আসতে পারবে না।’
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র রুখে দাও’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট।
নিতাই রায় চৌধুরী বলেন, ‘তারা (আওয়ামী লীগ) যদি ফিরে আসতো, তাহলে হিটলার ফিরে আসতো, নমরুদ ফিরে আসতো, চেঙ্গিস খান ফিরে আসতো। আইয়ুব খান, টিক্কা খান এরা ফিরে আসতো। বাংলাদেশের গণতন্ত্র হত্যা করে যারা একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল, তারা ফিরে আসতো।’
তিনি বলেন, ‘এই পলাতক প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে। কিন্তু এই ষড়যন্ত্র টিকবে না। কারণ, এবার সম্মিলিতভাবে পুরো জাতি এদের বিরুদ্ধে লড়াই করছে। যে জাতি একবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এই জাতি আর মাথা নিচু করবে না।’
অনুষ্ঠানে গণফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ যুগে যুগে এ দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চেষ্টা করেছে। ছাত্র-জনতার আন্দোলনে তাদেরকে মানুষ রুখে দিয়েছে। আজ দেশ গড়ার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অনেক দাবি হয়তো এই সরকার পূরণ করবে, বাকি দাবিগুলো আগামী দিনে রাজনৈতিক সরকার পূরণ করবে। এর মধ্যে অর্পিত সম্পত্তির প্রত্যাবর্তন আইনের প্রতিকার পেতে হিন্দুসহ বিচার প্রার্থীরা বাধাপ্রাপ্ত হচ্ছে। আইনটি যে বিবেচনায় করা হয়েছে, সে বিবেচনা এখন মাঠে মারা যাচ্ছে। আরেকটা হচ্ছে সংখ্যালঘু সুরক্ষা আইন যথাসময়ে করা যেতে পারে। সেজন্য আপনাদের সহযোগিতা লাগবে। আর বৈষম্য বিলোপ আইন যেন কার্যকরী করা যায়।’
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকারের সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব এস এন তরুন দের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা অমলেন্দু দাস অপু, তপন চন্দ্র মজুমদার, ভাইস-চেয়ারম্যান রমেশ দত্ত প্রমুখ।