বিএনপি কথা দিয়ে কথা রাখে

খায়রুল কবির
ডেস্ক রিপোর্ট
  ০২ নভেম্বর ২০২৪, ২২:১৭

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিবাদী হাসিনার ও তার আওয়ামী লীগের জায়গা বাংলাদেশে আর হবে না। বাংলাদেশের জনগণ তাদের আর দেখতে চায় না। তারা দেশের সম্পদ লুটপাট করেছেন। গণহত্যা চালিয়ে পালিয়েছেন। তাদের জায়গা এ দেশের মাটিতে আর কখনোই হবে না।
তিনি বলেন, আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে। আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, সেগুলো আগামী দিনে বিএনপি করবে না। বিএনপি কথা দিয়ে কথা রাখে।
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খায়রুল কবির খোকন।
কাঠালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ প্রধানের সভাপতিত্বে ও সদস্যসচিব ইসহাক মিয়ার সঞ্চালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বি জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু সালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য জাহিদুল কবির ভূঁইয়া প্রমুখ।